সহজে ও দ্রুত কারেন্ট বিল বের করার নিয়মসমূহ
কারেন্ট বিল বলতে বোঝায় প্রতি মাসে আমরা বিদ্যুৎ ব্যবহার করার পর যে নির্দিষ্ট বিল পরিশোধ করে থাকি। আর এই কারেন্ট বিল প্রত্যেকটি পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিয়মিত একটি বিষয়।বর্তমান যুগ হল প্রযুক্তিনির্ভর যুগ। এখন আগের মত বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ বিল জানার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগেনা বা বিল পেপার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
এই পোস্টে আমরা দেখাবো কিভাবে অনলাইনে বা মোবাইলের মাধ্যমে আপনি কারেন্ট বিল চেক করবেন, প্রয়োজনীয় তথ্য কোথায় পাবেন এবং কিভাবে পরিশোধ করবেন। যদি আপনি নতুন হন এবং অনলাইনে বিল দেখার প্রক্রিয়া এখনো না শিখে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য উপযুক্ত হবে
- কারেন্ট বিল কিভাবে বের করবেন
- বিল দেখার জন্য কি অ্যাপ ব্যবহার করবেন
- কি কি তথ্য প্রয়োজন
- চাইলে অনলাইনে বিল কিভাবে পরিশোধ করবেন
- নিরাপত্তার জন্য কি করবেন
কারেন্ট বিল কিভাবে বের করবেন
বর্তমান যুগে আপনার কারেন্ট বিল খুব সহজেই অনলাইন বা অ্যাপের মাধ্যমে বের
করে নিতে পারবেন। তবে সবার আগে আপনাকে জানতে হবে আপনি কোন বিদ্যুৎ
কোম্পানির গ্রাহক। আর এটা জানতে আপনার পুরাতন কারেন্ট বিল বা
মিটার দেখতে পারেন। আপনার কারেন্ট বিল কোন সংস্থা থেকে আসছে সেটা জানাটা
আপনার জন্য গুরুত্বপূর্ণ।
বিদ্যুৎ সংস্থা অনুযায়ী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার কাস্টমার
আইডি বা মিটার নাম্বার দিয়ে সহজেই আপনার কারেন্ট বিল বের করতে পারবেন। প্রতিটি
কোম্পানিরই নির্দিষ্ট অ্যাপ রয়েছে। সেখানে বিভিন্ন অপশন থাকে যেমনঃ অনলাইন
বিল, ভিউ বিল, চেক বিল ইত্যাদি। ওই অপশনে আপনি আপনার তথ্য দিয়ে আপনার বর্তমান
বিল দেখতে পারবেন। আবার অনেক কোম্পানির ওয়েবসাইটে আপনার বিদ্যুৎ বিল
দেখানোর পাশাপাশি বিলের তারিখ, বিলের স্ট্যাটাস সর্বমোট কত ইউনিট খরচ
হয়েছে ইত্যাদি দেখতে পারবেন।
বিল দেখার জন্য কি অ্যাপ ব্যবহার করবেন
এখন বিদ্যুৎ বিল চেক করার জন্য আপনাকে বিদ্যুৎ অফিসে যেয়ে অপেক্ষা করার
প্রয়োজন নেই। কারণ প্রত্যেকটি কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে সেগুলোর
মাধ্যমে খুব সহজেই আপনি ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল দেখতে পারবেন। বিভিন্ন
কোম্পানি অনুযায়ী অ্যাপের নাম গুলো নিম্নে দেওয়া হলোঃ
DESCO কোম্পানির মোবাইল অ্যাপ এর নাম হলো DESCO Mobile App.
WZPDCL কোম্পানির মোবাইল অ্যাপ এর নাম হলো WZPDCL Bill Check App .
অ্যাপটি play store থেকে নামিয়ে আপনার কাস্টমার আইডি বা মিটার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। অ্যাপটি লগইন করলেই আপনি আপনার আগের বিলের হিস্টোরি, বর্তমান বিল, ইউনিট খরচ, ডিউ তারিখ ও পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। অনেক অ্যাপে সরাসরি কারেন্ট বিল পরিশোধ করা যায়।এছাড়াও এই অ্যাপ গুলো থেকে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে গ্রাহকরা।
এই মোবাইল অ্যাপ গুলোর মাধ্যমে আপনি ঘরে বসে সহজেই আপনার কারেন্ট বিল বের করতে
পারবেন। বিল বের করার পাশাপাশি আপনি সহজেই বিলটি পরিশোধও করে ফেলতে পারবেন। এমনকি
আপনার পূর্বের বিলের হিস্টোরি, কত ইউনিট খরচ হয়েছে, ডিউ তারিখ ইত্যাদি
বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন।
কি কি তথ্য প্রয়োজন
প্রথমেই আপনাকে জানতে হবে আপনি কোন বিদ্যুৎ কোম্পানির গ্রাহক। এবং সেই কোম্পানির
অ্যাপে বা ওয়েবসাইটে গেলে সেখানে আপনার বিভিন্ন ধরনের তথ্যর প্রয়োজন
হবে। সবচেয়ে জরুরী তথ্যটি হলো কাস্টমার আইডি। এটি সব কোম্পানির ক্ষেত্রেই
প্রয়োজন। এই আইডিটি সাধারণত ৮ থেকে ১২ সংখ্যার মধ্যে হয়ে থাকে। এটা আপনার
বিদ্যুৎ বিলের কাগজে স্পষ্টভাবে লেখা থাকে।
কারেন্ট বিল অনলাইনে বের করার জন্য কখনো কখনো আপনার মিটার নাম্বারের ও প্রয়োজন পড়ে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ বা NESCO এর ক্ষেত্রে কাস্টমার আইডির পরিবর্তে মিটার নাম্বার দিয়ে বিদ্যুৎ বিল দেখা যায়। আর এই মিটার নাম্বারটি সাধারণত মিটারের গায়ে বা আগের বিদ্যুৎ বিলের কপিতে পাওয়া যাবে।
তথ্যগুলো যদি আপনি সঠিকভাবে দেন তাহলে খুব সহজেই আপনি আপনার কারেন্ট বিল বের করতে
পারবেন এবং চাইলে অনলাইনে বিলটি পরিশোধও করতে পারেন।
চাইলে অনলাইনে বিল কিভাবে পরিশোধ করবেন
এখন ঘরে থেকেই কারেন্ট বিল অনলাইনের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে। বিভিন্ন অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটে ঢুকে আপনার তথ্যগুলো দিয়ে ঘরে বসেই আপনার বিলটি পরিশোধ করতে পারবেন খুব সহজেই। পে নাও, বিল পেমেন্ট এই অপশন গুলোতে ক্লিক করলে আপনাকে বিভিন্ন পেমেন্ট পদ্ধতি তারা দেখাবে। এ পেমেন্ট পদ্ধতি গুলোর মধ্যে যে পদ্ধতি আপনার পছন্দ হবে সেটা ব্যবহার করে আপনি আপনার কারেন্ট বিল পরিশোধ করতে পারবেন। পেমেন্ট পদ্ধতি গুলোর মধ্যে রয়েছেঃbKash, Nagad, Rocket, ব্যাংক কার্ড।
ধরুন আপনি যদি Nagad ব্যবহার করে পেমেন্ট করতে চান তাহলে পেমেন্ট অপশনে গিয়ে Nagad অপশনটি নির্বাচন করতে হবে। আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে একটি OTP কোড আসবে। সেই কোডটি দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে তারপর আপনার Nagad এর পিন দিয়ে বিলটি পরিশোধ করতে হবে। বিল পরিশোধ করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি একটি পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাবেন।
আবার অনেক কোম্পানির অ্যাপ থেকে সরাসরি বিল পরিশোধ করা যায়। বিল অ্যামাউন্ট, কাস্টোমার আইডি, ও অন্যান্য সব তথ্য পূরণ হয়ে গেলেই আপনার পেমেন্ট কনফার্ম হয়ে যায়। DESCO, DPDC, BREB এই কোম্পানির অ্যাপ গুলোতে বিল দেখার পাশাপাশি সরাসরি বিল পরিশোধ করা যায়। বিল পরিশোধ হয়ে গেলে আপনাকে একটি পেমেন্ট রিসিপ্ট বা কনফার্মেশন দেওয়া হবে যেটি চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন।
নিরাপত্তার জন্য কি করবেন
অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের মাথায়
রাখা উচিত। এতে করে আমাদের ব্যক্তিগত তথ্য এবং অর্থ দুটোই নিরাপদ থাকবে ভুলভাল
কোন লিংকে প্রবেশ করা যাবে না। কারণ এর ফলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।
সবার আগে নিশ্চিত করতে হবে যে আপনি সঠিক ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকেছেন কিনা।
যদি আপনি বিকাশ, নগদ থেকে পেমেন্ট করেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাপের
অফিশিয়াল ভার্সন ব্যবহার করুন। এবং আপনার ওটিপি কোড বা পিন কারো সঙ্গে
শেয়ার করবেন না। অপরিচিত কোন লিংকে বা মেসেজে ক্লিক করে আপনার কোন তথ্য
দিবেন না। এবং আপনি আপনার পেমেন্ট রিসিপ্ট বা কাস্টমার আইডি সংক্রান্ত
স্ক্রিনশট কেবল আপনার ডিভাইসে সংরক্ষণ করবেন। আর যদি আপনার পেমেন্ট
করার পরেও যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনার বিদ্যুৎ কোম্পানির
হেল্পলাইনে যোগাযোগ করবেন।
উপসংহারঃ উপরে তথ্যগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার কারেন্ট বিল বের করতে পারবেন। আশা করছি এখন আপনি খুব সহজেই এখন বিল বের করতে পারবেন এবং সাথে পরিশোধও করতে পারবেন কোনরকম ঝামেলা ছাড়াই।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url